নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: ”ইদুর থাকাটা স্বাভাবিক, দোকানে ইদুর থাকবেই” এমনটাই দাবি করলেন চুনারুঘাট বাজারের পাল সুইটস নামে এক মিষ্টির দোকানের মালিক।
মঙ্গলবার দুপুরে র্যাব-৯ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক যৌথ অভিযান পরিচালনাকালে দোকানে মারাত্বক অস্বাস্থ্যকর পরিবেশ এবং অসংখ্য তেলাপোকা ও ইদুর পাওয়া গেলে এমনটাই দাবি করেন প্রদীপ্ত পাল নামের ওই ব্যবসায়ী।
অভিযান চলাকালে দেখা যায় মেঝেতে রেখে অস্বাস্থ্যকর ভাবে তৈরী হচ্ছে মিষ্টি, তৈরীকৃত খাবারে ছিল না কোন ঢাকনা, ঢাকানাহীন খাবারের উপর ঝুলানো ছিল পরিধেয় নোংড়া কাপড়, পঁচাবাসী ও দুর্গন্ধ ছিল চারপাশে।
এসময় প্রতিষ্ঠানটিতে পঁচাবাসী দই ও মিষ্টান্ন এবং মিষ্টির পেকেটের অতিরিক্ত ওজন পাওয়া যায়। তবে এ সবকিছুকেই স্বাভাবিক বলে দাবী করছেন ওই অসাধু ব্যবসায়ী।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তিতে আর এমন অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন করবে না বলেও মুচলেখা নেওয়া হয়।
একইদিনে চুনারুঘাটের আরো দুই ইটভাটাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৯ ধারায় ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ইটভাটাগুলোতে তৈরীকৃত ইটে দৈর্ঘ্য ও পরিমাপে কারচুপির প্রমাণ পাওয়া যায়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন কোম্পানী কমান্ডার এএসপি মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে র্যাব-৯ এর একটি টিম।
অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।