আন্তর্জাতিক ডেস্কঃ মাইকোপ্লাজমো বোভিস (ব্যাকটেরিয়াজনিত রোগ) নির্মূল করতে প্রায় দেড় লাখ গরু মেরে ফেলার পরিকল্পনা হাতে নিয়েছে নিউজিল্যান্ড।
২৮ মে, সোমবার এই পরিকল্পনার ঘোষণা দেন দেশটির রাজনীতিবিদ এবং শিল্প নেতারা।
এর কারণ হিসেবে জানানো হয়, দেশের জাতীয় পশুখামারকে রক্ষা ও দেশের দ্বিতীয় বৃহত্তর রফতানি আয়ের খাতকে বাঁচাতে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ব্যাকটেরিয়া সংক্রমিত রোগ মাইকোপ্লাজমো বোভিস দূর করতে সরকার শত কোটি ডলার খরচ করবে।
২০১৭ সালের জুলাই মাসে প্রথমবারের মতো দেশটির পশুখামারে মাইকোপ্লাজমো বোভিস রোগ দেখা দেয়। ইউরোপ, আমেরিকাতেও এই রোগ দেখা যায়।
ওই ব্যাকটেরিয়ায় আক্রান্ত গরুর মারাত্মক নিউমোনিয়া, আর্থ্রাইটিস, ইনফেকশন এবং অন্য রোগ হতে পারে।
এই রোগ খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত না হলেও এর প্রভাবে খামারগুলোতে উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে।