দেশে মৎস্য সম্পদের প্রসারে সকলের আন্তরিকতা প্রয়োজন-এমপি আবু জাহির।

দেশে মৎস্য সম্পদের প্রসারে সকলের আন্তরিকতা প্রয়োজন-এমপি আবু জাহির।

দেশে মৎস্য সম্পদের প্রসারে সকলের আন্তরিকতা প্রয়োজন-এমপি আবু জাহি ।

মোঃ সনজব আলীঃ পোনা ও মা মাছ শিকার থেকে বিরত থাকার জন্য মৎস্যজীবীদের প্রতি আহবান জানিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। মঙ্গলবার হবিগঞ্জ সদর উপজেলার হাওরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এই আহবান জানান। এমপি আবু জাহির বলেন, হাওরাঞ্চলে মৎস্য সম্পদের প্রসার ঘটাতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। ক্ষেত্রে সকলের আন্তরিকতা প্রয়োজন। নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ব্যবহার থেকে সকলকে বিরত থাকাসহ সংশ্লিষ্ট আইন মেনে চলতে হবে। তাহলেই সরকারের উদ্যোগ সফল হবে। চলতি অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় ৩০০ কেজি পোনামাছ অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।

এ সময় সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোত্তালিব ও তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনু মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com