সংবাদ শিরোনাম :
দেশে ফিরেই নেতাকর্মীদের ডেঙ্গু আক্রান্ত ও বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

দেশে ফিরেই নেতাকর্মীদের ডেঙ্গু আক্রান্ত ও বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

দেশে ফিরেই নেতাকর্মীদের ডেঙ্গু আক্রান্ত ও বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
দেশে ফিরেই নেতাকর্মীদের ডেঙ্গু আক্রান্ত ও বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্য সফর শেষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার দেশে ফিরেন। বেলা পৌনে ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

দেশে ফিরেই ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বড়াতে পাড়া-মহল্লায় যাওয়ার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার পাশাপাশি আক্রান্ত মানুষের পাশেও দাঁড়াতে বলেছেন তিনি। এ ছাড়া বন্যাদুর্গত মানুষের পাশে থাকতেও বলেছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু মশা নির্মূলে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে। প্রয়োজনে আরও পদক্ষেপ গ্রহণ করবে। একটা মহল বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করার ষড়যন্ত্র করছে। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারে দ্বারে গিয়ে মানুষকে বোঝাতে হবে যে, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটার প্রাদুর্ভাব বা প্রকোপ দেখা গেছে। আমরা শক্ত হাতে এটাকে মোকাবেলা করব।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ডেঙ্গুর বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখতে হবে। ছাত্রলীগ, তোমাদের পাড়া-মহল্লায় গিয়ে মানুষকে সচেতন করতে হবে। বাকি সংগঠনগুলোরও এ সব কর্মসূচি পালন করতে হবে। মানুষকে বোঝাতে হবে, নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে ডেঙ্গু বিস্তার করতে পারবে না।’

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, সালমান এফ রহমান এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

উল্লেখ্য ১৯ জুলাই লন্ডনে যান শেখ হাসিনা। সেখানে অবস্থানকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন। লন্ডনে কমনওয়েলথ মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ড এবং লর্ড আহমেদ অব উইম্বলডন পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com