লোকালয় ২৪

দেশে টাকা বিদেশে পাচার হচ্ছে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, দেশের ছেলেরা বিদেশে গিয়ে কষ্টার্জিত টাকা দেশে পাঠিয়ে দেশের অর্থনীতির মেরুদণ্ড শক্ত রাখছে। অন্যদিকে, দেশের ব্যবসায়ীরা নিজ দেশে টাকা কামিয়ে বিদেশে পাচার করছেন। এ বিষয়ে সরকারের নজরদারি নেই।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে পুরান ঢাকায় শীতার্তদের মাঝে মাসব্যাপী কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, দেশে কর্মসংস্থান ও চাকরির ব্যবস্থা হয়নি। একটি চাকরির জন্য ১০ থেকে ১৫ লাখ টাকা ঘুষ দিতে হয়, তারপরও নিশ্চয়তা নেই।

তিনি আরও বলেন, যাদের টাকায় এ দেশের সাধারণ মানুষ ও পরিবারগুলো স্বচ্ছল জীবনযাপন করছে, তারা দেশে আসলে বিমানবন্দরে টানাহেঁচড়া করা হয়। ব্যাগ-টাকা ছিনিয়ে নেওয়া হয়। এর দায়ভার সরকারের।