লোকালয় ২৪

দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল মডার্নার টিকা

lokaloy24.co

ওষুধ প্রশাসন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনার আটটি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে। অষ্টমটি হলো মডার্নার টিকা।

মডার্নার ২৫ লাখ ডোজ টিকা জুলাইয়ের শুরুর দিকেই দেশে আসবে বলে গতকাল একাধিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অন্যদিকে, হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে গতকাল বার্তা সংস্থা এএফপি জানায়, করোনা প্রতিরোধে বাংলাদেশের জন্য মডার্নার তৈরি ২৫ লাখ টিকা চলতি সপ্তাহে পাঠানো শুরু করছে যুক্তরাষ্ট্র।

গত শনিবার ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে উপহার হিসেবে ২৫ লাখ ডোজ মডার্নার টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। এদিন তিনি তাঁর টুইটে লেখেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশ খুব শিগগির গ্যাভির (করোনার টিকার বৈশ্বিক জোট) মাধ্যমে মার্কিন জনগণের কাছ থেকে ২৫ লাখ ডোজ মডার্নার কোভিড-১৯ টিকা উপহার পাবে।’