দেশের ভোটার সংখ্যা নিয়ে গরমিল দেখা দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা ১৬ জুলাই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার সময় জানান, ২০১৭ সালে বিদ্যমান ভোটারসংখ্যা ১০ কোটি ১৮ লাখ। এর পর ২৫ জুলাই হালনাগাদ কার্যক্রম শুরুর প্রাক্কালে তৎকালীন ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহও জানান, বর্তমানে ভোটার রয়েছে ১০ কোটি ১৮ লাখ ৪৩ হাজার ৬৬৭ জন। তবে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ গতকাল হালনাগাদের খসড়া প্রকাশের সময় জানান, হালনাগাদের আগে ২০১৭ সালে ভোটার ছিল ১০ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৬০১ জন। এর সঙ্গে এবার হালনাগাদে যুক্ত হয়েছে ৪২ লাখ ৯৪ হাজার ৮৮৯ জন নতুন ভোটার। নতুনদের নিয়ে তথ্যভা-ারে এখন ভোটারসংখ্যা ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই ইসি প্রকাশিত রোডম্যাপে ভোটারসংখ্যার বিষয়ে উল্লেখ করা হয়- বর্তমানে ভোটারসংখ্যা ১০ কোটি ১৮ লাখ।
মোট ভোটার সংখ্যার ‘গরমিলের’ বিষয়ে জানতে চাইলে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ওই তালিকা থেকে মৃত কিছু ভোটার কর্তন হয়ে থাকতে পারে। কাগজপত্র দেখে ১০ কোটি ১৪ লাখের তথ্য দিয়েছি। আগের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে। এদিকে সারা দেশের হালনাগাদ তালিকায় যুক্ত হওয়া ভোটারের খসড়া গতকাল প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। দেশের সব জেলা ও উপজেলা নির্বাচন অফিস, ইউনিয়ন পরিষদসহ গুরুত্বপূর্ণ স্থানে এসব ভোটারের খসড়া তালিকা প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। দাবি, আপত্তি ও সংশোধনী আবেদন নিষ্পত্তি করে ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ২০১৭ সালে হালনাগাদ ও ২০১৫ সালে নেওয়া পনেরো বছর বয়সীদের নিবন্ধন তথ্য মিলিয়ে (যারা ১ জানুয়ারি ২০১৮ সালে ভোটারযোগ্য) এবার নতুন ভোটার যুক্ত হয়েছে ৪২ লাখ ৯৪ হাজার ৮৮৯ জন। এর মধ্যে গেল বছর ৩৩ লাখ ৩২ হাজার ৫৯৩ জন ও ২০১৫ সালের ৯ লাখ ৬২ হাজার ২৯৬ জন রয়েছে। নারীদের ভোটার হতে ব্যাপক উদ্যোগ থাকায় হালনাগাদে নারীরা ভোটার বেশি হয়েছেন বলে জানান সচিব। ২০১৭ সালে ১৬ লাখ ৯৯ হাজার ৬২২ জন নারী ও ১৬ লাখ ৩২ হাজার ৯৭১ জন পুরুষ ভোটার হন।
ইসি সচিব হেলালুদ্দীন জানান, হালনাগাদ তালিকার আগে বিদ্যমান ভোটার রয়েছে ১০ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৬০১ জন। হালনাগাদে মৃত ভোটার বাদ পড়েছে ১৭ লাখ ৪৮ হাজার ৯৩৪ জন। তারা বিদ্যমান থেকে বাদ গেছে। নতুনদের নিয়ে তথ্যভা-ারে এখন ভোটারসংখ্যা ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩। সারা দেশে বর্তমানে পুরুষ ভোটার ৫ কোটি ২৪ লাখ ৬২ হাজার ৮৬৫ জন ও নারী ৫ কোটি ১৫ লাখ ৮৯ হাজার ০১৮ জন। হালনাগাদ নারী বেশি হলেও দেশের মোট ভোটারে আট লাখেরও কম রয়েছে। দ্বৈত ভোটারের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৮৩১ জন, যারা ভোটার তালিকায় নেই। এবারের হালনাগাদের আগে বিদ্যমান ভোটারের ৩.৫ শতাংশ নতুন ভোটর অন্তর্ভুক্তির টার্গেট করে ইসি। সেখানে ভোটারসংখ্যা বলা হয়, ১০ কোটি ১৭ লাখ ১০ হাজার ৭৫৯। গত ফেব্রুযারিতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, এখন ভোটারসংখ্যা ১০ কোটি ১৭ লাখ ৮১ হাজার ৫০।
Leave a Reply