প্রি-অর্ডার নেওয়ারে মধ্য দিয়ে দেশের বাজারে গ্যালাক্সি নোট সিরিজের গ্যালাক্সি নোট টেন প্লাস অবমুক্ত করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে নতুন ফোনটির প্রি-অর্ডার (আগাম বুকিং বা ফরমায়েশ)করা যাচ্ছে।
ফোনটিতে রয়েছে ৭ ন্যানোমিটার (এনএম) এক্সিনস ৯৮২৫ প্রসেসর, ১২ জিবি এলপিডিডিআর ৪এক্স র্যাম, ২৫৬ জিবি রম, ৬.৮ ইঞ্চির ডিসপ্লে ইত্যাদি।
১০ হাজার টাকা ছাড়ে ফোনটির প্রি-অর্ডারে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা। আগামী ৩১ আগস্ট পর্যন্ত নতুন ডিভাইসের জন্য প্রি-অর্ডার করা যাবে।