লোকালয় ২৪

দেশেই তৈরি হচ্ছে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল

http://lokaloy24.com/

পাঁচ বছর বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ও মৃত্যুর ঝুঁকি কমিয়ে আনার উচ্চশক্তির ভিটামিন ‘এ’ ক্যাপসুল এখন দেশেই তৈরি হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ও গ্লোবাল এ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) বাংলাদেশকে দুই লাখ ও এক লাখ ইন্টারন্যাশনাল ইউনিটের (আইইউ) ক্যাপসুল তৈরির অনুমতি দিয়েছে। ১১ থেকে ১৪ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেনে দেশের তৈরি ক্যাপসুল ৬ থেকে ১১ মাস বয়সী ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে। এর আগে এই টিকা বিদেশ থেকে আমদানি করতে হতো। শুধু তাই নয়, অতি নিকটে বাংলাদেশে কোভিড ভ্যাকসিনও তৈরি হবে। বৃহস্পতিবার দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদফতরের জাতীয় পুষ্টি সেল এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে ভিটামিন এ ক্যাম্পেন অনুষ্ঠানে বিষয়টি জানানো হয়। ভিটামিন এ ক্যাপসুল শিশুদের কোভিড থেকে মুক্ত রাখবে এমনটি জানান চিকিৎসকগণ। অনুষ্ঠানে করোনাকালের সতর্কতা উত্থাপন করেন ডাঃ সামির হোসেন মিশু। তিনি জানান, বগুড়ায় কোভিড ভ্যাকসিন গ্রহণের রেজিস্ট্রেশনের হার হঠাৎ কমে গেছে। অর্থাৎ অনেক লোক এখনও ভ্যাকসিন নেননি। বগুড়ায় ভ্যাকসিন মজুদ আছে। কেন এই হার কমে গেছে এই বিষয়ে খোঁজখবর করে জানা যায়, গ্রামের লোক মনে করছে টিকা নিয়ে কী হবে। যা মোটেও কাম্য নয়। টিকা না নিলে তাদের মাধ্যমে ফের ভাইরাস ছড়াতে পারে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে সচেতন হওয়ার আহ্বানে তিনি জানান, আগামীতে দুই ডোজ টিকার প্রত্যয়ন না দেখাতে পারলে সরকারী ও বেসরকারী অনেক সেবা পাওয়া যাবে না। এখন যেমন নো মাস্ক নো সার্ভিস চালু হয়েছে শীঘ্রই নো ভ্যাকসিন নো সার্ভিস চালু হবে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজার রহমান তুহিন এই প্রতিবেদককে জানান, করোনার ওমিক্রন ভাইরাস নিয়ে যা জানা যাচ্ছে তা হলো কোভিডের হার্ড ইমিউনিটির দেশে ওমিক্রন নিয়ে ভয়ের কিছু নেই। বাংলাদেশ দ্রুত হার্ড ইমিউনিটির দিকে যাচ্ছে। সাধারণকে দ্রুত সচেতন হয়ে দুইডোজ টিকা নিতে হবে। তিনি জানান, আগামীবছরের মধ্যেই দেশে বুস্টার ডোজ টিকা কার্যক্রম শুরু হবে। যারা দুই ডোজ টিকা নিয়েছেন তাদের বুস্টার ডোজের আওতায় আনা হবে। প্রথম দেয়া হবে ৬০ বছরের উর্ধের বয়সীদের। বাংলাদেশ এই কার্যক্রমে প্রস্তুত রয়েছে। বগুড়া সদরের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, গ্রামের জনপ্রতিনিধিগণ তার এলাকার যারা করোনার টিকা নেননি স্বেচ্ছাসেবীদের মাধ্যমে তাদের নাম রেজিস্ট্রি করে স্বাস্থ্য বিভাগকে জানালে ঘরের দুয়ারে গিয়ে টিকা দেয়া হবে। গত দুই সপ্তাহে এভাবে সচেতনতা বাড়িয়ে ৮ হাজার ব্যক্তিকে করোনার টিকা দেয়া হয়েছে। শহরাঞ্চলে ফাইজার কোম্পানির টিকা দেয়ার বড় কারণ হলো এই টিকা মাইনাস ২৮ ডিগ্রী সেলসিয়াসে রাখতে হয়। জেলা শহরে ইপিআই স্টোরে এই সুবিধা আছে। গ্রামাঞ্চলে এ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মার টিকা দেয়া হচ্ছে। এই দুই ধরনের টিকা নির্দিষ্ট তাপমাত্রায় রাখার ক্ষমতা উপজেলা হাসপাতালে আছে। বৃহস্পতিবার ১২ থেকে ১৮ বছর বয়সী শিশুদের স্কুলে টিকা দেয়া শুরু হয়েছে। এজন্য দরকার পরছে জন্ম নিবন্ধন। পর্যায়ক্রমে গ্রামের ওই বয়সী শিশুদের টিকা দেয়া হবে। দেশে কোভিড ভ্যাকসিনের কোন সমস্যা নেই। কোভিডকালের শুরুতে বিশ্বের যে ২২টি দেশ প্রথম টিকা দেয়া শুরু করে বাংলাদেশ তার অন্যতম।