লোকালয় ২৪

দেশকে উন্নত আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে: শিল্পমন্ত্রী

দেশকে উন্নত আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে: শিল্পমন্ত্রী

লোকালয় ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আমাদের সরকার জনকল্যাণমুখী সরকার। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে দেশকে উন্নত মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে সরকার উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

রোববার (১০ জুন) বেলা ১১টায় ঝালকাঠীর নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে নলছিটি মডেল সোসাইটির উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে হতদরিদ্র বেকার যুব নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

আমু বলেন, হতদরিদ্র বেকার নারীদের ভাগ্যের চাকা ঘোরাতে সরকার তাদের পাশে দাঁড়িয়েছে। সর্বক্ষেত্রে নারীদের উপস্থিতি ও অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে।

উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরো বেগবান করতে আগামীতেও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।

নলছিটি মডেল সোসাইটির চেয়ারম্যান আব্দুল কুদ্দুস তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক খলিলুর রহমান মৃধা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস লস্কর, উপজেলা নির্বাহী অফিকার মো. আশরাফুল ইসলাম।

অনুষ্ঠান শেষে ১৮ জন উপকারভোগীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এরপর শিল্পমন্ত্রী স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ ও নলছিটি পৌরসভায় দুস্থদের  মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ করেন।