লোকালয় ২৪

‘দুয়েক দিনে বদলে ফেলব, এমন মনে করলে আমরা বোকার রাজ্যে বাস করছি’

টেস্টের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের পারফরমেন্স যাচ্ছেতাই। আসন্ন এশিয়া কাপ দিয়ে টি-টোয়েন্টিতে ভালো করার লক্ষ্য বাংলাদেশের। তাই এশিয়া কাপ থেকেই টি-টোয়েন্টি সংস্করণে পরিবর্তন চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণেই টেস্টের মতো টি-টোয়েন্টির দলের দায়িত্বটাও সাকিব আল হাসানের কাঁধে তুলে দেওয়া হয়েছে। এমনকি এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে নতুন টেকিনক্যাল পরামর্শক হিসেবে ভারতের শ্রীধরন শ্রীরামকেও নিয়োগ দিয়েছে বিসিবি।

কিন্তু সাকিব আল হাসান মনে করেন, দুই-এক দিনে সব পাল্টে যাবে না। এমন ভাবাটা হবে বোকার রাজ্যে বাস করার সমান।
আজ শনিবার ঢাকায় ডিবিএল সিরামিকের এক অনুষ্ঠানে আসন্ন এশিয়া কাপে দলের লক্ষ্য নিয়ে প্রশ্ন করা হলে সাকিব বলেন, ‘দেখুন, আমার কোনো লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে গিয়ে যাতে ভালো কিছু করতে পারি। আমি যদি মনে করি, এক-দুই দিনে আমি বা অন্য কেউ এসে বদলে ফেলতে পারব, তাহলে আমরা আসলে বোকার রাজ্যে বাস করছি।’

তিনি আরও বলেন, ‘যদি বাস্তবিক চিন্তা করা হয়, তাহলে তিন মাস পর আমরা যখন বিশ্বকাপ খেলব, তখন যদি উন্নতি দেখতে পারেন ওইটাই আসলে আমাদের আসল উন্নতি।’

আরও যোগ করে সাকিব বলেন, ‘এই টি-টোয়েন্টি এশিয়া কাপে কতটুকু আসবে বলা মুশকিল, অল্প সময়। আমি যেটা বললাম, সবার দায়িত্ব আছে। কোচিং স্টাফ, বিসিবি, মানুষ, আপনারা, সবাই যদি আমরা একসাথে কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় একটা নতুন পথচলা শুরু হবে।’

২০০৬ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর এখন অবধি ১৩১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ৪৫টি জয় ও ৮৩টি হার আছে টাইগারদের। বড় কোন সাফল্য নেই তাদের। তিনবার এশিয়া কাপের ফাইনালে খেললেও, রানার্স-আপ হতে হয় টাইগারদের।

তাই এই অবস্থায় বললেন সাকিব, ‘দেখুন এমন একটা সংস্করণ যেখানে আমরা, বোধহয় প্রথম ২০০৬ সালে খেলি। এরপর থেকে এখন পর্যন্ত খুব বেশি একটা ভালো ফল নেই, শুধু এশিয়া কাপে ফাইনাল বাদে। সে জায়গা থেকে এই সংস্করণে আমরা অনেক পিছিয়ে আছি। তাই আমাদের নতুন করে শুরু করা ছাড়া উপায় নেই।’

নতুন টেকিনক্যাল পরামর্শক শ্রীরামের নিয়োগ নিয়ে সাকিব বলেন, ‘আমার মনে হয় না, খুব বেশি কিছু প্রত্যাশা করার আছে এখানে। যেহেতু তিনি অস্ট্রেলিয়ান দলের সাথে পাঁচ-ছয় বছর ছিলেন, আর আমাদের বিশ্বকাপটাও সেখানে, তার অভিজ্ঞতাটা আমাদের কাজে আসবে।’

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে টাইগাররা।