লোকালয় ২৪

‘দুর্যোগের সঙ্গে কৌশলে লড়াই করে বাঁচতে হবে’- ত্রাণমন্ত্রী

‘দুর্যোগের সঙ্গে কৌশলে লড়াই করে বাঁচতে হবে’- ত্রাণমন্ত্রী

নীলফামারী সংবাদদাতা : লোকালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ। আমাদের দুর্যোগের সঙ্গে কৌশলে লড়াই করে বাঁচতে হবে। পূর্বের মতো হাজারো মৃতদেহ আর আমরা দেখতে চাই না। তিনি বলেন, সরকার এ জন্য দুর্যোগ মোকাবেলায় খাদ্য, বস্ত্র, গৃহনির্মাণ সামগ্রী, বিশুদ্ধ পানিসহ সব ধরনের সরঞ্জাম নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আগাম প্রস্তুতি নিয়েছে।

 

সোমবার দুপুর ১২টায় নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নীলফামারী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ত্রাণমন্ত্রী আরও বলেন, বন্যা কবলিত এলাকার মানুষজন ত্রাণ চায় না। তারা চায় বাঁধ। তাই বন্যা মোকাবেলায় আমাদের বাঁধ রক্ষা করতে হবে, বাঁধ রক্ষা করা গেলে আমরা রক্ষা পাব। এ কারণে বাঁধ সুরক্ষায় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

 

এ সময় তিনি স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

 

জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহসীন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের যুগ্ম সচিব মো. খালেদ মাহমুদ, জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, পুলিশ সুপার মো. আশরাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা আখতারুজ্জামান প্রমুখ।