লোকালয় ২৪

দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে আত্মহত্যা করতে বললেন রেল সচিব (ভিডিও)

দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে আত্মহত্যা করতে বললেন রেল সচিব (ভিডিও)

লোকালয় ডেস্ক- বাংলাদেশ থেকে ভারতে প্রতিবছর অসংখ্য মানুষ যাতায়াত করেন। ভ্রমণ, চিকিৎসা বা ব্যবসায়িক কাজে বা পড়াশোনার প্রয়োজনে একাধিকবার ভারত যেতে হয় এমন অনেক বাংলাদেশিই আছেন।

পার্শ্ববর্তী দেশের সাথে যাতায়াত ব্যবস্থাও হয়েছে এখন অনেকটাই সহজ। বাস ছাড়াও সপ্তাহে চারদিন ঢাকা-কোলকাতা রুটে চলাচল করে মৈত্রী এক্সপ্রেস। এ ট্রেনে চেপে আর্ন্তজাতিক রুটে ভ্রমণের স্বাদ নেন অনেকেই।

তবে এ ট্রেনের যাত্রীরা প্রতিটি চেয়ার আসনের জন্য নিজেদের অজান্তেই বাড়তি দিচ্ছেন ৬৮ টাকা। খোদ টিকিটের মূলভাড়ার হিসেব না দিয়ে, বাড়তি টাকাকেই দেখানো হচ্ছে আসল ভাড়া হিসেবে। এতে না বুঝেই প্রতারিত হচ্ছেন যাত্রীরা।

অতিরিক্ত টাকা কোন খাতে নেয়া হচ্ছে, তা যেমন টিকিটে উল্লেখ নেই, তেমনি তা কোথায় জমা হচ্ছে সে বিষয়ে জানাতে পারেননি রেল কর্মকর্তারা। আর এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সাংবাদিক নাজমুল সালেহীকে আত্মহত্যার পরামর্শ দেন রেলপথ মন্ত্রণালয় সচিব মোফাজ্জল হোসেন।

জানা যায়, কেবিন আর চেয়ার এই দুই ক্যাটাগরিতে ঢাকা- কোলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি করে কমলাপুর রেলস্টেশন। কেবিন প্রতি আসন ৩ হাজার ৪ টাকা আর চেয়ার প্রতি আসন ২ হাজার ৫শ টাকা।

চেয়ার আসনের গায়ে লেখা হিসেব থেকে দেখা যায়, ভাড়া ধরা হয়েছে ১ হাজার ৬শ ৮০ টাকা, ভ্যাট বাবদ ২৫২ টাকা আর ভ্রমণ কর বাবদ নেয়া হচ্ছে ৫০০ টাকা করে। উল্লেখিত এই তিন খাতের যোগফল ২ হাজার ৪শ ৩২ টাকা হলেও টিকিটেই লেখা আছে ২৫০০ টাকা। বাড়তি ৬৮ টাকা খেয়াল না করেই গুনে যাচ্ছেন যাত্রীরা।

তবে এই বাড়তি টাকা নেয়ার ব্যাপারে কোন কিছুই বলতে পারছেন না এই টিকিট বিক্রেতা। কমলাপুর রেলস্টেশন টিকিট বুকিং সহকারী সাইফুল ইসলাম বলেন, ‘রেল ভবনে আলোচনা করলে ভাল হয়। বিষয়টা আসলে কি হইছে এটা ওনারা ভাল বলতে পারবে।’

কমলাপুর রেলস্টেশনের তথ্য বলছে, প্রতি ট্রেনে থাকে ৪৫৬ জন যাত্রী। যার মধ্যে কেবিনের জন্য বরাদ্দ ১৪৪টি আসন আর বাকি ৩১২ জনই চেয়ারের। সেই হিসেবে প্রতি মাসে চেয়ারের যাত্রী ৪ হাজার ৯শ ৯২ জন। আর বছরে ৫৯ হাজার ৯শ ৪ জন। প্রতি আসনে ৬৮ টাকা বেশী হলে বছরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৪২ লাখ টাকা।

বিপুল পরিমাণ এই টাকা কোন খাতে আদায় করা হচ্ছে? কিংবা তা জমা হচ্ছে কোথায়? এমন প্রশ্নের উত্তর দিতে পারেননি রেলের ট্রাফিক বিভাগের পরিচালক মাহবুবুর রহমান ও মার্কেটিং বিভাগের উপ-পরিচালক কালিকান্ত ঘোষ।

সবশেষে রেলসচিবের সাথে যোগাযোগ করা হলে, বিষয়টি গুনেই রেগে ওঠেন তিনি। রেলপথ মন্ত্রণালয় সচিব মোফাজ্জল হোসেন বলেন, ‘এই বিষয়ে আপনার এত উৎসাহ কেন! যে লোকটা জানতে চাচ্ছে সে নিয়মিত কলকাতা যায়। সে জানতে চাইলে আমরা বলে দিবো। কারণ এই জন্য আমাদের কাছে একটা ব্যাখ্যা আছে। তবে আপনাকে আমরা কেন ব্যাখ্যা দিবো। আপনার কি কোন প্রয়োজন আছে! আপনি তো যাত্রীরা না।’

সচিব পরে ডেকে পাঠান রেলের অপারেশন বিভাগের উপ-পরিচালক মিয়া জাহানকে। তাঁর কাছেও মেলেনি কোন ব্যাখ্যা। কিন্তু পরের দিন মিয়া জাহান কৌশলে সংবাদ কর্মীদের এড়িয়ে যান। আর এ বিষয়টি জানাতে গেলে রেল সচিব ক্যামেরা ছাড়া তাঁর কক্ষে ঢোকার অনুমতি দিয়ে এই প্রতিবেদকে আত্মহত্যার পরামর্শ দেন।

রেল সচিব বলেন, আপনি এখন আত্মহত্যা করেন। একটা স্টেটমেন্ট লিখে যান যে, রেলের লোকেরা আমার সাথে কথা বলতে চাচ্ছে না এ মর্মে ঘোষণা দিলাম যে তারা কথা না বলার কারণে আমি আত্মহত্যা করলাম।

তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিচ্ছেন রেলমন্ত্রী। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ‘এখানে যদি অনিয়ম থাকে অবশ্যই দুর করবো আমরা। আর যদি দেখা যায় আমাদের নিয়ম মতো আছে, তাহলে আর কিছু করতে হবে না। তা শুনে আপনিও সন্তুষ্ট হবেন।’