আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোনের সাহায্যে বোমা হামলা চালিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী। সৌদি আরবের সঙ্গে মিলে আমিরাতের সেনারা ইয়েমেনের ওপর হামলার প্রতিবাদে রোববার এ হামলা চালায় তারা।
ইয়েমেনি সেনাবাহিনীর ড্রোন ইউনিটের এক কর্মকর্তার বরাত দিয়ে আল-মাসিরা টেলিভিশন জানায়, বিশ্বের তৃতীয় ব্যস্ততম দুবাই বিমানবন্দরে একটি সামাদ-৩ ড্রোনের মাধ্যমে প্রথম হামলাটি চালানো হয়।
জীজানের সমুদ্রবন্দরে নৌবাহিনীদের বহনকারী নৌকায় করে সৌদি সীমান্তরক্ষী বাহিনীদের নামিয়ে দিয়ে আসার সময় বিদ্রোহীরা দ্বিতীয় হামলাটি চালায়।
আগস্ট মাসে হুথি যোদ্ধা ও ইয়েমেনি সেনাবাহিনী প্রথমবারের মতো দুবাই বিমানবন্দরে প্রতিশোধমূলক হামলা চালানোর দায় স্বীকার করেছিল। ওই হামলায় বিমানবন্দরের কাজকর্মে বিঘ্ন সৃষ্টি হলেও আমিরাত সরকার তা অস্বীকার করে।
২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব। এ কাজে সৌদি সরকারকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে আমিরাত।
Leave a Reply