দু’দিনব্যাপী ঢাকায় ‘বিশ্ব শান্তি সম্মেলন’ শুরু আজ

দু’দিনব্যাপী ঢাকায় ‘বিশ্ব শান্তি সম্মেলন’ শুরু আজ

http://lokaloy24.com/

বিশ্বের ৫০টি দেশের ১০০ জন প্রতিনিধির অংশগ্রহণে আজ ঢাকায় শুরু হচ্ছে দু’দিনব্যাপী ‘বিশ্ব শান্তি সম্মেলন’।

শনিবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি প্রতিষ্ঠার বিশ্ব স্বীকৃতি হিসেবে ‘জুলিও কুরি’ পদক পেয়েছিলেন। এ কারণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ শান্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশসহ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় একজন অগ্রপথিক। জাতিসংঘে শান্তির সংস্কৃতির যে রেজুলেশন, সেটিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা থেকেই এসেছে। তার নেতৃত্বে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থল সীমান্ত নির্ধারণ, সমুদ্রসীমার নিষ্পত্তির বিষয়গুলো শান্তিপূর্ণভাবে মীমাংসিত হয়েছে। বাংলাদেশ বিশ্ববাসীকে শান্তির বার্তা দিতে চায়। সেই বার্তা দিতেই এই সম্মেলনের আয়োজন।

এ সম্মেলনে বিভিন্ন দেশের ৬০ জন প্রতিনিধি ভার্চুয়ালি অংশ নেবেন। আর বাকি ৪০ জন স্বশরীরে অংশ নেবেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, যুক্তরাজ্যের সাবেক ফার্স্টলেডি চেরি ব্লেয়ার, সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রী গোহ চক তং, নোবেল বিজয়ী মানবাধিকারকর্মী কৈলাশ সত্যার্থী, ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা। তারা ভার্চুয়ালি অংশ নেবেন।

স্বশরীরে অংশ নেবেন ইউনিভার্সিটি অব কলম্বোর ভিসি অধ্যাপক চান্দ্রিকা এন ওয়াজেয়ারত্নে, ভারতের চলচ্চিত্রকার গৌতম ঘোষ, ভারতের সাবেক মন্ত্রী সুরেশ প্রভুসহ বিভিন্ন দেশের কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, মানবাধিকারকর্মী, চলচ্চিত্রকার, থিংক ট্যাংক ও সাবেক রাজনীতিকরা।

শান্তি সম্মেলন উদ্বোধনের আগের দিন শুক্রবার সন্ধ্যায় ঢাকায় আগত আমন্ত্রিত অতিথিদের নিয়ে একটি নৈশভোজ হয়েছে। শনিবার সকালে দু’টি প্যানেল আলোচনা হবে। সম্মেলনের দ্বিতীয় দিন রবিবার আরও দু’টি প্যানেল আলোচনা হবে। সম্মেলনের শেষ দিন ঢাকা শান্তি ঘোষণা গ্রহণ করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে রবিবার বিকেলে এ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com