তথ্য প্রযুক্তিঃ ভিন্ন ভিন্ন পর্দার মাপে উন্মোচন করা হতে পারে স্যামসাং আসন্ন গ্যালাক্সি নোট ১০। এর পাশাপাশি আনা হতে পারে একটি ৫জি সংস্করণও।
প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, ৬.২৮ ইঞ্চি এবং ৬.৭৫ ইঞ্চি পর্দার মাপে আনা হতে পারে গ্যালাক্সি নোট ১০। দুইটি ডিভাইসেই থাকবে এলটিই সংযোগ। আর একটি সংস্করণে থাকতে পারে ৫জি।
দুইটি ডিভাইসের পর্দার মাপে খুব বেশি পার্থক্য না থাকলেও বলা হচ্ছে পুরোপুরি ট্যাবলেট না বানিয়ে পর্দা যতোটা সম্ভব বড় বানানোর লক্ষ্যেই এমনটা করছে স্যামসাং।
৬.১ ইঞ্চি গ্যালাক্সি এস১০ এবং ৬.৪ ইঞ্চি গ্যালাক্সি এস১০ প্লাস-এর মাঝামাঝি থাকবে ৬.২৮ ইঞ্চির গ্যালাক্সি নোট ১০। আর ৬.৭৫ ইঞ্চির গ্যালাক্সি নোট ১০ বসবে গ্যালাক্সি এস১০-এর ৫জি সংস্করণের সঙ্গে, যার পর্দার মাপ হবে ৬.৭ ইঞ্চি।
অন্যদিকে ইটিনিউজ-এর প্রতিবেদনে বলা হয়, গ্যালাক্সি নোট ১০-এর দুই পর্দার মাপেই থাকতে পারে এলটিি এবং ৫জি সংযোগ। তাই মোট চারটি সংস্করণে দেখা যেতে পারে ডিভাইসটি। আর ডিভাইসগুলোতে আলাদা আলাদা স্টোরেজ অপশনও থাকবে বলে জানানো হয়েছে।
গ্যালাক্সি নোট ১০-এর ৫জি সংস্করণে পেছনে চারটি ক্যামেরা সেন্সর থাকতে পারে বলেও গুজব রয়েছে। এমনটা হলে চতুর্থ সেন্সরটি সম্ভবত হবে গ্যালাক্সি এস১০ ৫জি সংস্করণের মতো টাইম-টু-ফ্লাইট সেন্সর।