লোকালয় ডেস্কঃ এবার দুই বাসের চাপায় পড়ে প্রাণ গেল এক বাসের হেলপারের। তাঁর নাম রামচরণ সরকার (৩০)। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকাগামী আজমেরী ও গ্লোরী পরিবহনের দুটি বাস পাল্লা দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রামচরণ গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল এলাকার সন্তোষ সরকারের ছেলে।
সম্প্রতি দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতায় নিহত হন ঢাকা ট্রিবিউনের কর্মকর্তা নাজিম উদ্দিন।
গত ৪ এপ্রিল দুই বাসের রেষারেষিতে হাত হারান তিতুমীর কলেজের স্নাতকের ছাত্র রাজীব হোসেন। এরপর কয়েক দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানেন।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা জানান, কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজমেরী ও গ্লোরী পরিবহনের দুটি বাস পাল্লা দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ওই সময় গ্লোরী পরিবহনের বাসের দরজার সামনে দিকে দাঁড়িয়ে ছিল হেলপার রামচরণ সরকার। একপর্যায়ে একটি বাস আরেকটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় দুই বাসের মাঝে চাপা পড়ে রামচরণ সরকার। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।