দুই বাসের প্রতিযোগিতা, চাপা পড়ে প্রাণ গেল মা-ছেলের

দুই বাসের প্রতিযোগিতা, চাপা পড়ে প্রাণ গেল মা-ছেলের

দুই বাসের প্রতিযোগিতা, চাপা পড়ে প্রাণ গেল মা-ছেলের
দুই বাসের প্রতিযোগিতা, চাপা পড়ে প্রাণ গেল মা-ছেলের

নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুরিন্দা শিমুলতলী এলাকায় যাত্রীবাহী দুই বাস প্রতিযোগিতা করে ওভারটেকিংয়ের চেষ্টা কালে ঢাকামুখী একটি বাসের চাপায় ওই বাসের যাত্রী মা ও ছেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে। ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক ও তার সহযোগী পলাতক রয়েছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন- নরসিংদীর মাধবদী কান্দাইলের জাহাঙ্গীরের স্ত্রী মানসুরা ও তার ছেলে আসিফ।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর জানান, রাতে দুটি বাস প্রতিযোগিতা করে ওভারটেকিংয়ের চেষ্টা করছিল। এর মধ্যে একটি বাস যাত্রী নামানোর জন্য শিমুলতলী এলাকায় থামায়। যাত্রীরা বাস থেকে নামার জন্য দরজার পাশে দাঁড়ায়।

কিন্তু বাসটি আচমকা টান দিলে সেখান থেকে মানসুরা বেগম ও তার ছেলে আসিফ পড়ে গিয়ে ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়। এ সময় ঘটনাস্থলেই আসিফের মৃত্যু হয়। আর আহত অবস্থায় তার মাকে উদ্ধার করে উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সেও মারা যায়।

ওসি আরও জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও তার সহযোগী পলাতক রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com