অর্থনীতি ডেস্কঃ সপ্তাহের প্রথম দিন প্রথম দুই ঘণ্টায় সূচকের নিম্নগতিতে লেনদেন চলছে পুঁজিবাজারে।
রোববার বেলা ১২টা ৪৮ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৯৩ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৭ টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।
এসময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৯০ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৫ দশমিক ০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২৩ পয়েন্টে।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ১১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইর সার্বিক সূচক (সিএএসপিআই) ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫৬৭ পয়েন্টে।
এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।