লোকালয় ২৪

দিল্লিফেরত শ্রমিকদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার নির্দেশ

lokaloy24.com

অনলাইন ডেস্ক: ভারতের রাজধানী দিল্লি থেকে বিশেষ বাসে উত্তরপ্রদেশ ও বিহারে ফিরে যাওয়া লাখো শ্রমিককে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কোনো গণপরিবহন না থাকায় গত তিনদিনে অসংখ্য শ্রমিক পায়ে হেঁটেই নিজেদের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সব জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বান জানিয়েছেন যেন দেড় লাখ শ্রমিকের খোঁজ নিয়ে রাজ্য ব্যবস্থাপনায় তাদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। এসময় খাবারসহ নিত্য প্রয়োজনীয় সবকিছু দেওয়া হবে তাদের। এজন্য সেসব শ্রমিকের নাম, ঠিকানা ও ফোন নাম্বার কর্মকর্তাদের দিয়ে তাদের পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পরই নিজ বাড়িতে ফিরতে পারবেন এসব শ্রমিক।