বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজ ভারতের নয়াদিল্লিতে অবতরণের পর বিকল হয়ে পড়েছে।
শনিবার (২০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কারিগরি ত্রুটি ধরা পড়লে এ ঘটনা ঘটে। ওই ফ্লাইটে ১৬০ জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরার কথা ছিল। আটকে পড়া যাত্রীদের আনতে দিল্লিতে আরেকটি বিমান পাঠানো হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, দিল্লিতে অবতরণের পর বোয়িং-৭৩৭ উড়োজাহাজটির হাইড্রোলিকের পাইপে লিকেজ ধরা পড়ে। সেখানে উড়োজাহাজটি মেরামতের কাজ চলছে।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, দিল্লিতে আটকে পড়া ১৬০ জন যাত্রীরা ফিরিয়ে আনতে একটি উড়োজাহাজ পাঠানো হয়েছে। আটকা পড়া বিমানটি মেরামত করতে প্রকৌশলীরাও দিল্লিতে গেছেন। বিকল উড়োজাহাজটি মেরামত করে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।
Leave a Reply