লোকালয় ২৪

দলিল, দখল ও দাখিলা সঠিক আছে যার, ভূমির মালিকানা ১০০% ফিট তার

দলিল, দখল ও দাখিলা সঠিক আছে যার, ভূমির মালিকানা ১০০% ফিট তার

বাহুবল প্রতিনিধি : দলিল, দখল ও দাখিলা সঠিক আছে যার, ভূমির মালিকানা ১০০% ফিট তার। বাহুবলে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলার স্নানঘাট ইউনিয়ন পরিষদে ভূমি সংক্রান্ত বিষয়ে সচেনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পেইন ও গণশুনানীতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন কথাগুলো বলেন। তিনি উপস্থিত ভূমি মালিকদের উদ্দেশ্যে বলেন আপনারা একটি ভূমির প্রকৃত মালিক হতে হলে প্রথমে দলিলপত্র ঠিক আছে কিনা দেখবেন না হয় ঠিক করে নেবেন, ভূমির দখল আপনার অনুকুলে রাখবেন এবং ভূমির দাখিলা হাল সন পর্যন্ত (খাজনা) পরিশোধ করে রাখবেন। ভূমির মালিকানায় এই তিনটি জিনিস যাদের ঠিক রয়েছে তাদেরকে কোন মানুষই ভূমি ছাড়া করতে পারবে না। এছাড়াও তিনি বলেন আপনারা যারা নামজারি করতে চান তারা দালালেন কাছে না গিয়ে সরাসরি উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন। উপজেলা ভূমি অফিসে হয়রাানির স্বীকার হলে আমার কার্যালয়ে হাজির হয়ে অভিযোগ দাখিল করবেন। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলামের সভাপতিত্বে ও পুটিজুরী ইউনিয়নের সহকারি ভূমি কর্মকর্তা মাজহারুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার আমজাদ হোসেন ভূইয়া, স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস আলম, ইউপি সচিব মোঃ হুসাইন কবীর তালুকদারের, বাহুবল মডেল প্রেস ক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সফি মিয়া। বক্তব্য রাখেন উলামালীগ নেতা শফিকুর রহমান, ইউপি মেম্বার নানু মিয়া, আবিদুর রহমান, আব্দুল মতলিব, জয়দেব কুমার, রিনা রাণী, আওয়ামীলীগ নেতা সবিনয় দাশ, ছাত্রলীগ নেতা নুরুল হক প্রমুখ।

উল্লেখ্য, বাহুবল উপজেলা ভূমি অফিস ২১ মে থেকে ২ জুন ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে ভূমি সংক্রান্ত বিষয়ে সবেচনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পেইন ও গণশুনানীর আয়োজন করা হয়।