লোকালয় ২৪

দপ্তর জ্বালিয়ে ১১ আফগান পুলিশকে হত্যা করল তালেবান

দপ্তর জ্বালিয়ে ১১ আফগান পুলিশকে হত্যা করল তালেবান

আন্তর্জাতিক ডেস্ক- আফগানিস্তানে তালেবান হামলায় ১১ পুলিশ নিহত হয়েছে। উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের পুলিশ সদর দফতরে এই হামলার ঘটনা ঘটে। শুধু তাই নয়, পুরো দপ্তরটি জ্বালিয়েও দিয়েছে তারা।

বিবিসি জানিয়েছে, সোমবার সন্ধ্যা থেকে বলখের শরতেপা জেলায় হামলা শুরু করে পরদিন মঙ্গলবার সকাল পর্যন্ত তা চালিয়ে যায় তারা। পরে আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীগুলোর অতিরিক্ত সেনারা সদরদপ্তরটি নিজেদের নিয়ন্ত্রণে আনে।

বলখের গভর্নরের মুখপাত্র মুনির ফরহাদ জানিয়েছেন, সোমবার এক বন্দুক লড়াইয়ের পর ‘সন্ত্রাসীরা’ জেলা পুলিশ সদর দপ্তরের দখল নিয়ে তাতে আগুন লাগিয়ে দেয়।

গত মাসে যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর থেকেই আফগানিস্তানজুড়ে লড়াই তীব্র হয়ে উঠেছে। শনিবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের দিনটিতেও দেশজুড়ে বিক্ষিপ্ত হামলা চালিয়েছে তালেবান এবং তাদের হুমকির কারণে অনেক ভোটার ভোট দেওয়া থেকে বিরত থাকে।