লোকালয় ২৪

থিসারা আমাকে গাল দেয়: নুরুল

থিসারা আমাকে গাল দেয়: নুরুল

খেলাধুলা ডেস্কঃ এমনিতে নুরুল হাসান সব সময়ই শান্ত, বন্ধুবৎসল। সব সময় মুখে হাসি লেগেই থাকে। সেই নুরুল এমন খেপে গেলেন যে, আঙুল উঁচিয়ে কথা বললেন থিসারা পেরেরার সঙ্গে। ক্ষোভে অমন ফেটে পড়েছিলেন কেন দেশে ফিরে তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান দিলেন তার ব্যাখ্যা।

সেই কাণ্ডে একটি ডিমেরিট পয়েন্ট পান নুরুল। সঙ্গে দিতে হয় ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা। ২০১৬ সালে ডিমেরিট পয়েন্ট চালুর পর এই প্রথম এমন শাস্তি পেলেন তিনি।

“মাঠে ঢুকে (মাহমুদউল্লাহ) রিয়াদ ভাইয়ের সাথে কথা বলছিলাম। তো লেগ আম্পায়ারকে জিজ্ঞেস করেছিলাম, প্রথম বলটা বাউন্স দেয়া হয়েছিল কিনা। তখন থিসারা এসে বলে, ‘তুমি কথা বলার কে? তুমি যাও। তোমার কথা বলতে হবে না’। আমি বলেছিলাম, ‘তোমার সাথে আমি আমি কথা বলছি না’। তখন ও আমাকে গাল দেয়।”

“আমার হয়ত তখন চুপ থাকা উচিত ছিল। আমি বলেছি, ‘এটা তোমার দেখার ব্যাপার না’। হিট অব দ্য মোমেন্টে আমিও হয়ত বা কথার জবাব দিয়েছি। এটাই ঘটনা।”

ক্ষেপে যাওয়া নুরুলকে মাঠের বাইরে নিয়ে যান একাদশের বাইরে থাকা আরেক ক্রিকেটার আবু জায়েদ।