লোকালয় ২৪

থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ১২ জন ফুটবলার জীবিত

থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ১২ জন ফুটবলার জীবিত

লোকালয় ডেস্কঃ শ্বাসরুদ্ধকর নয় দিনের পর অবশেষে স্বস্তি মিলল। থাইল্যান্ডে একটি গুহায় আটকা পড়া সেই ১২ খুদে ফুটবলার আর তাদের কোচের হদিস মিলেছে গতকাল সোমবার। কর্তৃপক্ষ জানিয়েছে, সবাই বেঁচে আছে; নিরাপদে আছে। উদ্ধারকারীরা এখন তাদের বের করে আনার চেষ্টা করছেন।

থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াং রাই এলাকার থাম লুয়াং গুহায় বেড়াতে গিয়ে গত ২৩ জুন নিখোঁজ হয় ওই ১৩ জন। তাদের মধ্যে ১২ কিশোরের বয়স ১১ বছর থেকে ১৬ বছরের মধ্যে। আর তাদের সহকারী কোচ এক্কাপোল জানথাওংয়ের বয়স ২৫ বছর। তারা মু পা নামের একটি ফুটবল দলের সদস্য।
১০ কিলোমিটার দীর্ঘ থাম লুয়াং গুহাটি থাইল্যান্ডের দীর্ঘতম গুহা। কম প্রশস্ত আর অনেকগুলো প্রকোষ্ঠ থাকায় গুহার ভেতর চলাচল করা কঠিন।
২৩ জুন একটি প্রশিক্ষণ পর্বের পর ওই ১৩ জন গুহার ভেতর প্রবেশ করে। এরপর ভারী বর্ষণ আর কাদার কারণে থাম লুয়াংয়ের প্রবেশমুখ বন্ধ হয়ে যায়। ভেতরে আটকা পড়ে তারা। উদ্ধার অভিযানের শুরুতেই গুহার প্রবেশমুখে ওই কিশোরদের বাইসাইকেল খুঁজে পাওয়া যায়। গুহার ভেতরে পাওয়া যায় তাদের হাত ও পায়ের ছাপ। এরপর থেকে ওই কিশোরদের সঙ্গে পুরো থাইল্যান্ডই যেন গুহাটির ভেতর আটকা পড়ে। দেশটির নৌবাহিনীসহ উদ্ধার অভিযানে যোগ দেন যুক্তরাজ্য থেকে যাওয়া ডুবুরিরাও। অক্সিজেনের ঘাটতি যেন না হয়, সে জন্য গুহায় প্রবেশ করানো হয় কয়েক শ অক্সিজেন ট্যাংক। ভেতরেই তৈরি করা হয় একটি বেস ক্যাম্প। প্রযুক্তির সহায়তা নেওয়াসহ নানাভাবে নিখোঁজ খুদে ফুটবলারদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চালানো হয়। কিন্তু ভারী বর্ষণ উদ্ধার অভিযানকেও ব্যাহত করছিল। ধীরে ধীরে ফিকে হয়ে আসতে চাইছিল খুদে ফুটবলারদের ফিরে পাওয়ার আশা। কিন্তু নিরাশ হতে রাজি ছিল না কেউ।

এই নয় দিন থাইল্যান্ডের সামাজিক যোগাযোগমাধ্যম যেন নিখোঁজ ওই ফুটবলারদেরই দখলে ছিল। তাদের নিরাপদে ফিরে পেতে বৌদ্ধ ভিক্ষুরা প্রার্থনা করেছেন। ‘পর্বতের আত্মার’ কাছে জানানো হয়েছে আকুতি।

চিয়াং রাইয়ের প্রাদেশিক গভর্নর নারোংসাক ওসোত্তানাকর্ন গতকাল সাংবাদিকদের বলেন, উদ্ধারকর্মীরা নিখোঁজ ১৩ জনকে নিরাপদ অবস্থায় খুঁজে পেয়েছেন। এখন চলছে উদ্ধার অভিযান। তবে এর মধ্যেই তাদের কাছে যেভাবেই হোক খাবার পৌঁছানো হবে। বেশ কয়েক দিন ধরে তারা না খেয়ে রয়েছে। এ ছাড়া ডুবুরির প্রশিক্ষণ রয়েছে এমন একজন চিকিৎসককেও পাঠানো হবে তাদের কাছে। তিনি জানান, যে জায়গাটায় ওই ১৩ জন আটকা পড়েছে বলে প্রথমে মনে করা হয়েছিল, তার থেকে ৪০০ মিটার দূরে তাদের পাওয়া গেছে।