লোকালয় ডেস্ক: ত্রিপুরা রাজ্যে করোনা ভাইরাস আক্রান্ত একজন শনাক্ত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যার পর মুখ্যমন্ত্রী তথা ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব কুমার দেব তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্ত রাজ্যের গোমতী জেলার উদয়পুর এলাকার বাসিন্দা বলে জানান মুখ্যমন্ত্রী।
সেসঙ্গে তিনি সাধারণ মানুষকে তার বিবৃতিতে আশ্বস্ত করেন যে তারা যেন কোনোভাবে আতঙ্কিত না হয়। ত্রিপুরা রাজ্যে করোনা ভাইরাস মোকাবিলার মতো পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে। সেসঙ্গে তিনি সাধারণ মানুষের প্রতি আবারও আহ্বান রাখেন তারা যেন অপ্রয়োজনে বাড়ি থেকে বের না হয়।
Leave a Reply