লোকালয় ২৪

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৪.৯ ডিগ্রি

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৪.৯ ডিগ্রি

পঞ্চগড় : পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ বুধবার সকালে আরো কিছু নতুন এলাকায় শীতের প্রকোপ বেড়েছে। সকাল ৬টায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র তেঁতুলিয়ায় এই তাপমাত্রা রেকর্ড করে।

মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদফতরের (বিএমডি) পূর্বাভাসে দেখা যায়, প্রায় সারা দেশেই বিভিন্ন মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গোটা উত্তরাঞ্চলই শীতে কাবু। সবচেয়ে খারাপ অবস্থা ছিল রংপুর বিভাগের। ওই বিভাগের প্রায় সর্বত্রই তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এছাড়া রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ এবং শ্রীমঙ্গলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।