স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। আওয়ামী লীগে ভোট দেয়ার কারণেই আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের কারণেই মানুষ ফিরে পেয়েছে তাদের ভোটের অধিকার। আওয়ামী লীগ সরকার দেশের জনগণের নিরাপত্ত্বা নিশ্চিতে কাজ করে।
শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা মনে করেন- তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। যে কারণে তিনি সারাদেশের ইউনিয়ন পর্যাযের নেতাদের সাথে সভা করেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বিগত প্রায় সাড়ে ৯ বছরে বাংলাদেশকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। শেখ হাসিনা সকল ক্ষেত্রের উন্নয়নের মাধ্যমে বিশে^র দরবারে এই দেশকে প্রতিষ্ঠিত করেছেন উন্নয়নের রোল মডেল হিসাবে। এ সময় তিনি হবিগঞ্জে তার মাধ্যমে সম্পন্ন হওয়া শেখ হাসিনা মেডিকেল কলেজ, আধুনিক স্টেডিয়াম, ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তা-ঘাট, মসজিদ-মন্দির, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করতে হবে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা জনগণের সামনে তুলে ধরতে হবে।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবালের পরিচালনায় সভায় উপজেলা আওয়ামী লীগ কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।