সিরিয়ার অভ্যন্তরে কুর্দিদের বিরুদ্ধে তুরস্ক যে অভিযান চালাচ্ছে, তার বিরুদ্ধে লড়াইয়ে নামতে যাচ্ছেন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী বাহিনী হয়ে ব্রিটিশ নাগরিকরা। গত শনিবার এ অভিযান শুরু করেছে তুরস্ক। সিরিয়ার ভেতরে আফরিন থেকে কুর্দিদের হটানোই তুরস্কের মূল লক্ষ্য। এ লড়াইয়ে ইতোমধ্যে ২৬০ কুর্দি নিহত হয়েছেন বলে দাবি করেছে তুরস্ক।
এদিকে অভিযানে জার্মানি থেকে আমদানি করা লিওপার্ড ট্যাংক ব্যবহার করায় তুরস্কের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করতে জার্মান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। জার্মানির রাজনীতিকরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, তুরস্কের কাছে রপ্তানি করা ট্যাংকার আধুনিকায়নের যে কোনো চুক্তি স্থগিত করা হোক। জার্মানি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদারের ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহ পরই তুরস্কের বিরুদ্ধে জার্মানিতে ব্যাপক আপত্তি উঠল।