মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন।
সোমবার (২২ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সকাল সোয়া ৯টায় হজরত শাহজালাল বিমানবন্দরে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টকে স্বাগত জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফয়সাল নাসিম ঢাকায় পৌঁছেছেন। পররাষ্ট্রমন্ত্রী তাকে বিমানবন্দরে স্বাগত জানান।
জানা গেছে, ফয়সাল নাসিমের সঙ্গে মালদ্বীপের দুজন মন্ত্রী ও পররাষ্ট্র সচিব রয়েছেন। ঢাকা সফরে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক কর