লোকালয় ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি কোনোভাবেই নাগরিকত্ব বর্জন করেনি। তিনি সম্পূর্ণভাবে বাংলাদেশের নাগরিকই আছেন।’
বুধবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। তারা এ বির্তক সৃষ্টি করে নিজেরাই নিজেদের গহ্বরে পড়েছে। ব্রিটিশ আইনে কোথাও পাসপোর্ট জমা দেওয়ার মধ্যে নাগরিকত্ব বর্জনের কথা নেই। সব সময় পাসপোর্ট রেখেই আশ্রয় প্রার্থনা করা হয়। অথচ সরকার এ নিয়ে মিথ্যাচার করছে।’
উল্লেখ্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘তারেক রহমান যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (হোম অফিস) কাছে পাসপোর্ট সারেন্ডার করেছে। এর কোনও ব্যবহার তারেক রহমানের কাছে নেই। ২০০৮ সালে যখন পাসপোর্টটি ইস্যু করা হয়, এর আগে তারেক রহমানের একটি পুরনো পাসপোর্ট ছিল। সেটি হারিয়ে গেছে বলে উল্লেখ করা হয়।’ পাসপোর্ট হস্তান্তর মানে নাগরিকত্ব ছেড়ে দেওয়া কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি একজন রাজনীতিবিদ হিসেবে তা-ই মনে করি। বিদেশে আপনার পরিচয় হচ্ছে আপনার পাসপোর্ট। এটি ফেরত দেওয়ার মাধ্যমে আপনি সেটি দাবি করছেন না।’ তিনি বলেন, ‘আমার হিসাবে তিনি (তারেক রহমান) বাংলাদেশের নাগরিক নন।’ জন্মসূত্রে নাগরিকদের নাগরিকত্ব বাতিল হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এটির উত্তর দিতে পারবো না।’