সংবাদ শিরোনাম :
তারেকের সঙ্গে কথা বলে ডিএনসিসি নির্বাচনের সিদ্ধান্ত: মির্জা ফখরুল

তারেকের সঙ্গে কথা বলে ডিএনসিসি নির্বাচনের সিদ্ধান্ত: মির্জা ফখরুল

তারেকের সঙ্গে কথা বলে ডিএনসিসি নির্বাচনের সিদ্ধান্ত: মির্জা ফখরুল
তারেকের সঙ্গে কথা বলে ডিএনসিসি নির্বাচনের সিদ্ধান্ত: মির্জা ফখরুল

ঢাকা- ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন নিয়ে বিএনপি এখনো সিদ্ধান্ত নেয়নি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এ নিয়ে দলের শীর্ষ নেতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে এ ব্যাপারে বলেন, ‘সন্ধ্যায় আমাদের দলের স্থায়ী কমিটির সভা আছে। সেখানে দলের নীতিনির্ধারকদের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা হবে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আজ বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আলমগীর এ কথা বলেন।

গত মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ডিএনসিসির মেয়র পদের তফসিল ঘোষণা করেন। আগামী ২৮ ফেব্রুয়ারি এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘উত্তর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল হয়েছে শুনেছি। সন্ধ্যায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

এ সময় আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করেন মির্জা ফখরুল। বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ, উপদেষ্টা ডা. আবদুল কুদ্দুস, তাবিথ আউয়াল, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খানসহ ছাত্রদল ও যুবদলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com