সংবাদ শিরোনাম :
তাবলিগ থেকে ফিরে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, বাড়ি লকডাউন

তাবলিগ থেকে ফিরে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, বাড়ি লকডাউন

lokaloy24.com

লোকালয় ডেস্ক: তাবলিগ জামাত থেকে ফিরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ৭৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের পাটিতাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত বৃদ্ধের নাম কলেজ মিয়া। তিনি ওই এলাকার বাসিন্দা। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাহজাহান জানান, ১০-১২ দিন আগে তাবলিগ জামাত থেকে উপজেলার পাটিতাকান্দি গ্রামের নিজ বাড়িতে ফেরেন কলেজ মিয়া। এর পরই তিনি জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। অবস্থা গুরুতর হলে মঙ্গলবার সকালে বাড়িতেই তার মৃত্যু হয়। এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে। এ ঘটনার পর থেকে ওই বৃদ্ধের বাড়িটি লকডাউন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইফুর রহমান খান জানান, মৃত বৃদ্ধের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। এ নমুনাটি ঢাকায়ও পাঠানো হবে। রিপোর্ট হাতে পেলেই জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা?

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com