উপকরণ: ঢেঁড়স ১০ থেকে ১২টি। মরিচ-গুঁড়া ১ চা-চামচ। হলুদ-গুঁড়া আধা চা-চামচ। আমচুর (শুকনা আমের গুঁড়া) আধা চা-চামচ। আদা ও রসুন পেস্ট ১ চা-চামচ। লবণ আধা চা-চামচ। সুজি আধা কাপ। তেল ভাজার পরিমাণ অনুযায়ী।
পদ্ধতি: ঢেঁড়সগুলো ধুয়ে, কিচেন টাওয়েল/টিস্যু দিয়ে পানি মুছে নিন। তারপর ঢেঁড়সের আগা ও বোটা ফেলে মাঝ বরাবর লম্বা করে কেটে নিন।
এবার সব উপকরণ দিয়ে ভালোভাবে ঢেঁড়সের সঙ্গে মিশিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে।
প্যানে তেল গরম করে মচমচে ও সোনালি করে ভেজে সাইড ডিশ অথবা চায়ের সঙ্গে পরিবেশন করুন মজার ক্রিসপি ঢেঁড়স ফ্রাই।
Leave a Reply