ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় প্রকৃত অপরাধীকে শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নূর।
সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে শাহবাগ অবরোধ করে শিক্ষার্থীরা। সেখানে অনুষ্ঠিত এক সমাবেশে নুর এ কথা বলেন।
বিচারহীনতার সংস্কৃতির জন্যই এই ধরণের নিপীড়নের ঘটনা ঘটে যাচ্ছে। তাই প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান নূর।
এসময় নুর বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে দোষীকে বিচারের আওতায় আনতে হবে।