লোকালয় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২ শিক্ষার্থীসহ ৩ জনকে র্যাব কর্তৃক তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও গাড়ী ভাঙচুর করে।
র্যাব কর্তৃক তুলে নেওয়া শিক্ষার্থীরা হলেন- কাজী তানভীর ,ফয়সাল মাহমুদ, হিমেল। তাদের মধ্যে হিমেল বহিরাগত ও বাকি দু’জন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তুলে নেওয়া দু’জন শিক্ষার্থী বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে র্যাবের কয়েকজন সদস্য শিক্ষার্থীদের মেরে মুখে অস্ত্র ধরে একটি হাই-এস মডেলের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। কী কারণে র্যাব তাদের তুলে নেয়, তা আমরা বুঝা যায়নি। তবে, ধারণা করা হচ্ছে র্যাবের মাইক্রোবাসের সাথে ওই শিক্ষার্থীদের বাইকের সংঘর্ষ লাগে। তাদের বাইকের নম্বর ঢাকা মেট্রো-ল-২৮৯৫১৭.
‘এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও গাড়ী ভাঙচুর করলে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সভাপতি ফকির রাসেল ও সাধারণ সম্পাদক নয়ন হাওলাদার এসে শিক্ষার্থীদের হলে নিয়ে যান। এখন পরিস্থিতি শান্ত আছে।’
রাত ১২ টায় তুলে নেওয়া শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রাব্বানী।
শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, ‘তুলে নেওয়া শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে।’