সংবাদ শিরোনাম :
ঢাবিতে ভর্তির আবেদন বেড়েছে, প্রতি আসনে লড়বে গড়ে ৩৮ জন

ঢাবিতে ভর্তির আবেদন বেড়েছে, প্রতি আসনে লড়বে গড়ে ৩৮ জন

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির জন্য এবার আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। প্রতি আসনে এবার লড়বে গড়ে ৩৮ জন।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস এ তথ্য জানায়।

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটে এবার মোট ৭ হাজার ১২৮টি আসন রয়েছে। এর বিপরীতে মোট ২ লাখ ৭২ হাজার ৫১২ জন শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন। অর্থাৎ প্রতিটি আসনের জন্য লড়বেন ৩৮ জন শক্ষার্থী।

গত শিক্ষাবর্ষের চেয়ে এবার আবেদনকারী বেড়েছে ৯৪৪৩ জন। গত বছর এই পাঁচ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ছিল ২ লাখ ৬৩ হাজার ৬৯। আসনপ্রতি প্রতিযোগী ছিলেন ৩৭ জন।

গতকাল মঙ্গলবার (২৮ আগস্ট ) বেলা দুইটায় অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে।

এবার আসনপ্রতি সবচেযে বেশি আবেদনকারী চ-ইউনিটে ১৮৬ জন। সবচেয়ে কম খ-ইউনিটে ১৫ জন।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা যায়,  ক-ইউনিটের ১ হাজার ৭৫০টি আসনের বিপরীতে ৮২ হাজার ৯৭০ জন (প্রতি আসনে ৪৭), খ-ইউনিটের ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে ৩৬ হাজার ২৫০ জন (প্রতি আসনে ১৫), গ-ইউনিটের ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৭ হাজার ৫৩৪ জন (প্রতি আসনে ২২), ঘ-ইউনিটের ১ হাজার ৬১৫টি আসনের বিপরীতে ১ লাখ ৬১৪ জন (প্রতি আসনে ৬২) এবং চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ২৫ হাজার ১৪৪ জন ( প্রতি আসনে ১৮৬) আবেদন করেছেন।

ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ সেপ্টেম্বর, খ-ইউনিটের ২১ সেপ্টেম্বর,  গ-ইউনিটের ১৪ সেপ্টেম্বর, ঘ-ইউনিটের ১২ অক্টোবর এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৫ সেপ্টেম্বর ও অংকন ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৫ সেপ্টেম্বর বেলা তিনটা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।

‘ক’, ‘খ’, ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১০ সেপ্টেম্বর বেলা তিনটা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।

গত ৩১ জুলাই উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া উদ্বোধন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com