সংবাদ শিরোনাম :
ঢাকা শহরে অপরাধ নেই বললেই চলে : ডিএমপি কমিশনার

ঢাকা শহরে অপরাধ নেই বললেই চলে : ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া
ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া

লোকালয় ডেস্কঃ পুলিশের কঠোর অবস্থানের কারণে রাজধানী ঢাকায় অপরাধের মাত্রা কমে এসেছে। অপরাধ করে কেউ পার পাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।
আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত ‘চলমান মাদক বিরোধী অভিযান ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বর্তমানে ঢাকা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক জানিয়ে
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আমাদের কঠোর অবস্থানে ঢাকা শহরে কোনো সংঘবদ্ধ চুরি, ডাকাতি, খুন, চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ নেই বললেই চলে। অপরাধ করার পর কেউ পার পাবে না। তাকে আইনের আওতায় আনা হবে। জঙ্গিবাদের ষড়যন্ত্র থেকে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। ধর্মের অপব্যাখ্যা রোধ করতে আলেম সমাজকে ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে।’
দেশকে বাঁচাতে মাদক দমনে প্রয়োজনে পুলিশ আরও কঠোর হবে বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জঙ্গিবাদের মত মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধে নেমেছি। মাদক বিরোধী অভিযানে ঢাকা শহরের সকল মাদকের আখড়া ভেঙে দিয়ে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নেওয়া হচ্ছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে। ঢাকা শহরে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। মাদক ও সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা। পুলিশের একার পক্ষে এই সমস্যা দমন করা অনেক কঠিন। মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। মাদক আইনশৃঙ্খলার সমস্যা না, এটা সামাজিক সমস্যা।’

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা -১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। আরও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণ পদ রায়, যুগ্ম কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম, মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আহম্মদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com