মাত্র ১০ টাকায় হয়ে উঠতে পারে আনন্দময় নৌভ্রমণ। রাজধানীতে যানজটে নাকাল তখন কিছুটা কৌশলি পথ অবলম্বন করাই শ্রেয়। যেমন আপনি যদি গুলশান থেকে কারওয়ান বাজার যেতে চান। এক্ষেত্রে আপনি গুলশান লেক দিয়ে সহজেই গন্তব্যে চলে যান- এ বিষয়ে বিস্তারিত পড়ুন গুলশান থেকে জলপথে ১৩ মিনিটে কারওয়ান বাজার
আবার আপনি যদি রামপুরা থেকে এফডিসি কিংবা কারওয়ান বাজার যেতে চান তাহলে আপনি হাতিরঝিল হয়ে সহজে মাত্র ১২ মিনিটেই পৌঁছে যেতে পারেন। এ বিষয়ে আপনাকে সহায়তা করবে এই সংবাদটি ওয়াটার ট্যাক্সি : রামপুরা থেকে ১২ মিনিটে কারওয়ান বাজার তবে জলপথ ২০১৬ সালের শেষভাগে চালু হলেও আরো নতুন কিছু জলপথ রয়েছে। গন্তব্যে দ্রুত যেতে আপনাকে সহায়তা করতে পারে। যেমন ধরেন আপনি গুলশান থেকে রামপুরা যেতে চান, এক্ষেত্রে জ্যাম এভয়েড করতে চান তাহলে চলে আসুন শুটিং ক্লাব। পুলিশ প্লাজার সামনে থেকে পরপর ছেড়ে যাচ্ছে ওয়াটার ট্যাক্সি। রামপুরা যেতে পারবেন নির্বিঘ্নে মাত্র ১০ টাকায়।
প্রয়োজনীয় গন্তব্যে পৌঁছাতে ১০ টাকা খরচ হলেও হাতিঝিল বেড়াতে আসা মানুষদের জন্য মাত্র ১০ টাকায় হয়ে উঠতে পারে আনন্দময় নৌভ্রমণ।