সংবাদ শিরোনাম :

ঢাকার পরিধি বাড়বে

ঢাকার পরিধি বাড়বে
ঢাকার পরিধি বাড়বে

লোকালয় ডেস্কঃ সবার বাসস্থান নিশ্চিত করতে সরকার রাজধানী ঢাকার পরিধি বাড়াচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

৫ জুলাই, বৃহস্পতিবার জাতীয় সংসদে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার (কুমিল্লা-১) এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘রূপকল্প ২০২১-এর অংশ হিসেবে সবার বাসস্থান নিশ্চিত করতে ঢাকা শহরের আয়তন বিস্তৃত করা হয়েছে। এ বিষয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করছে।’

সংসদ সদস্য এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নিম্ন শ্রেণির মানুষের সুবিধার জন্য এবং কেউ যাতে গৃহহীন না থাকে, তা নিশ্চিত করতে সরকার “জাতীয় গৃহায়ণ নীতিমালা, ২০১৬” তৈরি করেছে।’

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জানান, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ২২টি প্লট উন্নয়ন প্রকল্পসহ মোট ৪৪টি প্রকল্প রয়েছে। এসব প্রকল্প দেশে বাসস্থান সমস্যার সমাধান করতে যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com