কুমিল্লা : আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। সারাদেশে উন্নয়নের জোয়ার চলছে। উন্নয়নের মার্কা নৌকা। সিইসির পদত্যাগ নয়, ঐক্যফ্রন্টের ব্যর্থ নেতা হিসেবে ড. কামালের পদত্যাগ চাই।
আজ বুধবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে আ’লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান বক্তা ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মিজানুর রহমান, মিয়াবাজার কলেজের অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগের সদস্য কামাল উদ্দিনসহ স্থানীয় আওয়ামীলীগের নের্তৃবৃন্দ।