লোকালয় ২৪

ডোনাল্ড ট্রাম্প আমার বাবা : পাকিস্তানি তরুণী

ডোনাল্ড ট্রাম্প আমার বাবা : পাকিস্তানি তরুণী

আন্তর্জাতিক ডেস্ক- পাকিস্তানের লাহোরের বাসিন্দা আম্মারা মাজহার। তিনি নিজেকে যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে বলে দাবি করে বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প আমার বাবা। পালিত বা অবৈধ নয়, ট্রাম্পের বিয়ে করা স্ত্রীর গর্ভজাত সন্তান আমি।’

পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যমে এমন তথ্য জানানো হয়েছে।

ওই তরুণী আরো দাবি করেন- তাকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে আসা হয়েছে। তারপর থেকে লাহোরে রয়েছেন তিনি। নিজের প্রতি সুবিচার পেতে এবং নিজের দেশ আমেরিকায় ফিরে যাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন আম্মারা মাজহার।

আবেদন করেছেন লাহোর হাইকোর্টে। প্রয়োজনে পাকিস্তানের সুপ্রিমকোর্টেও যাবেন বলে জানিয়েছেন তিনি।

এখন পর্যন্ত তিনটি বিয়ে করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইভানা ট্রাম্প তার প্রথম স্ত্রী। তার সঙ্গেই সবচেয়ে বেশি সময় দাম্পত্য জীবন কাটিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

১৯৭৭ সালে বিয়ে হয় ডোনাল্ড ও ইভানা ট্রাম্পের। ১৯৯২ সালে ভেঙে যায় দেড় দশকের দাম্পত্য। ১৯৯৩ সালে মারলা মাপেলস নামে এক নারীকে বিয়ে করেন ডোনাল্ড ট্রাম্প। ১৯৯৯ সালে ট্রাম্পের দ্বিতীয় বিয়েও ভেঙে যায়। ২০০৫ সালে জনপ্রিয় মডেল মেলানিয়াকে বিয়ে করেন ডোনাল্ড। এখনও পর্যন্ত তাকে নিয়েই আছেন।

তবে আম্মারা মাজহারকে মানসিক ভারসাম্যহীন দাবি করছে পাকিস্তানের এক চিকিৎসক।