নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: ডেঙ্গু প্রতিরোধে হবিগঞ্জ জেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে (নিমতলা) এ কার্যক্রম শুরু হয়।
জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এই কর্মসূচির উদ্বোধন করেন। হবিগঞ্জ পৌর এলাকার ৯টি ওয়ার্ডে একযোগে এই পরিচ্ছন্নতা অভিযান চলবে। জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, পুলিশ, আনসার, এনজিও প্রতিনিধি, বিএনসিসি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ ৫ শতাধিক লোক এই কর্মসূচিতে যোগদেন।
এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজানসহ সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ।
জেলার বাহুবল উপজেলায়ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হকের নির্দেশনার উপজেলার সকল অফিস আদালত, রাস্তাঘাট, বাড়ীর আঙ্গিনা পরিষ্কার করা হয়।