ঢাকা- ডেঙ্গু পরিস্থিতি সারা দেশে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (৩ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত তিনদিনের পর্যবেক্ষণে বোঝা যাচ্ছে রোগীর সংখ্যা অনেকটাই কমে গেছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। হাজার হাজার রোগী আতঙ্কিত হয়ে হাসপাতালে ছুটছে। এ মধ্যে অনেকের পরীক্ষা না করালেও চলে। অনেকে সুস্থ হয়েও ডেঙ্গু টেষ্ট করাতে আসছে।
এসময় ডেঙ্গু রোগে মৃতের সংখ্যা ১৪ জন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সাংবাদিকরা তখন স্বাস্থ্যমন্ত্রীকে বলেন, শুধু ঢাকা মেডিকেলেই ১২ জন আর বিএসএমএমইউ-তে দুজন মারা গেছেন। এর বাইরেও ঢাকার অন্যান্য হাসপাতাল এবং দেশের বিভিন্ন হাসপাতালে অনেকে মারা গেছেন।
সাংবাদিকরা মৃত বাকিদের সংখ্যার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এ ব্যাপারে আরও ভালোভাবে জেনে আমি পরে জানাব।”
জাহিদ মালেক বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে। প্যানিকড হওয়ার কিছু নেই। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ৫০ লাখ ডেঙ্গু শনাক্তের কিট আমদানির নির্দেশ দেওয়া হয়েছে। দুই লাখ চলে এসেছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবার ঈদের ছুটি বাতিল করেছি। সিটি করপোরেশন ভালো কাজ করছে। মশা কমানো গেলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও কমে যাবে। চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, আমরা সব করছি।
তিনি বলেন, ‘আমাদের চিকিৎসকরা দিন-রাত কাজ করছেন। এ জন্য তারা প্রশংসার দাবিদার। আমরা রোজ মনিটর করছি। ডাক্তার নার্সের অভাব নেই। সবাই মিলে চেষ্টা করছি।
সে কারণে বাংলাদেশে ডেঙ্গু রোগীর মৃত্যুর হার অন্যান্য দেশের তুলনায় অনেক কম বলেও এসময় জানান মন্ত্রী।
তিনি বলেন, অন্যান্য দেশে যদি দেখেন, সেখানে মৃতের সংখ্যা অনেক বেশি। ফিলিপাইনে শত শত লোক মরা গেছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেঙ্গুর প্রকোপ রয়েছে। বিশ্বে এমন দেশ খুব কম আছে, যেখানে ডেঙ্গু নেই।