সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নির্মূলে ভারতের বিশেষজ্ঞ আনছেন মেয়র আতিক

ডেঙ্গু নির্মূলে ভারতের বিশেষজ্ঞ আনছেন মেয়র আতিক

ডেঙ্গু নির্মূলে ভারতের বিশেষজ্ঞ আনছেন মেয়র আতিক
ডেঙ্গু নির্মূলে ভারতের বিশেষজ্ঞ আনছেন মেয়র আতিক

সচিবালয় প্রতিবেদক: ডেঙ্গু নিয়ন্ত্রণে ভারত থেকে আসছেন বিশেষজ্ঞ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ডেঙ্গু নিয়ে এক আন্ত:মন্ত্রণালয় সভার শুরুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এ তথ্য জানান।

মেয়র বলেন, ‘ভারতের কোলকাতায় ডেঙ্গু নিয়ে যিনি কাজ করেছেন, তার নাম অনীক ঘোষ। আমি উনাকে ফোন করেছিলাম। উনি বলেছিলেন, তাড়াতাড়ি আমাকে ইনভাইটেশন পাঠান। আমি ইনভাইটেশন পাঠিয়ে দিয়েছি।’

তিনি জানান, ‘রোববার (৪ জুলাই) অনীক ঘোষ বাংলাদেশে আসবেন বলে কথা দিয়েছেন। আমি তাকে বলেছি, তোমাদের যা যা অভিজ্ঞতা আছে, তা আমাদের সঙ্গে শেয়ার করো।’

মেয়র বলেন, ‘আমার সততার কমতি নেই, কিন্তু অভিজ্ঞতার কমতি আছে। ডেঙ্গু রোগের জন্য অবশ্যই আমি মনে করি, ৩৬৫ দিনই গবেষণা করতে হবে। এটা সৃজনী না। এটা যে কোন সময় আসতে পারে। তাই এটি নিয়ে জাতীয়ভাবে একটি গবেষণা কেন্দ্র তৈরি করা দরকার।’

ওষুধ নিয়ে কিছু কথা এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘সিটি কর্পোরেশনে যে চালানটি এসেছিল পরীক্ষার পরে আমরা দেখেছি, ওষুধগুলো কার্যকর নয়। এরপর ওষুধের ওই কোম্পানিকে আমরা কালো তালিকাভুক্ত করেছি। ওই ওষুধের চালানটিও বাতিল করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘গত সোমবার(২৯জুলাই) দিন সরকারের একটি উচ্চপর্যায়ের মিটিং হয়। মিটিংয়ে দেখা যায়, ওষুধ আমদানির ক্ষেত্রে কিছু কিছু জটিলতা ছিল। যেমন সারাবিশ্বে অনেক উন্নত ওষুধ আবিষ্কার হয়েছে। কিন্তু ২০১৫ সাল থেকে সেগুলো আমদানি বন্ধ ছিল। তবে যত ধরনের সমস্যা ছিল, সেগুলো মিটিংয়ে সমাধান হয়ে গেছে। এখন রেজিস্ট্রেশন করা যে কেউ সে ওষুধ আনতে পারবে।’

প্রত্যেকটি রোগীকে মশারির ভেতরে রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এরিমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে ১৪ হাজার মশারি আমি বিভিন্ন হাসপাতালে দিয়েছি। আমাদের কাছে এখনো ১৬ হাজার মশারি রয়েছে। সেগুলোও বিতরণ করা হবে।’

এ সময় বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে মেয়র বলেন, ‘আপনারা ডেঙ্গু নিয়ে কোন বাণিজ্য করবেন না। স্বাস্থ্য অধিদফতর থেকে যে মূল্য তালিকা দেওয়া হয়েছে, সে অনুযায়ী আপনারা ফি নিবেন। সব রোগীকে আপনারা মশারির ভেতরে রাখবেন। যেসব এলাকা ডেঙ্গু হয়েছে অথবা ডেঙ্গু রোগী থাকেন, আমাদেরকে খবর দিলে আমরা সেখানে স্প্রে করে দেব।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com