বিনোদন প্রতিবেদক- ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা পূর্ণিমা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেশ কয়েকদিন। অবস্থা এতো খারাপ হযেছিল যে দুইদিন ধরে আইসিইউতেও রাখা হয়েছিল তাকে। অবশেষে কিছুটা সুস্থ হয়েছেন তিনি। ফিরেছেন বাসায়।
সোমবার ৮ দিন পর হাসপাতাল থাকার বাসায় ফিরেছেন বলে জানালেন এ নায়িকা। তবে বাসায় ফিরলেনও আপাতত কাজে ফিরতে পারছেন না তিনি। চিকিৎসক তাকে টানা দুই সপ্তাহর বিশ্রামে থাকতে বলেছেন।
পূর্ণিমা বলেন, ‘আল্লাহর রহমতে আজ হাসপাতাল থেকে ৮ দিন পর বাসায় ফিরলাম। কিন্তু এখনও আমাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে দুইমাস। পুরোপুরি সেরে ওঠার জন এটাই চিকিৎসকের পরামর্শ। পূর্ণিমা সবার কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যারা আমার জন্য দোয়া করেছেন সবার জন্য ভালোবাসা।’
এদিকে পূর্ণিমার অসুস্থ হওয়ার আরটিভির নিয়মিত আয়োজন ‘এবং পূর্ণিমা’র শুটিংয়ে অংশ নিতে পারেননি তিনি। সুস্থ হওয়ার পরই অনুষ্ঠানটির শুটিং শুরু হবে। এছাড়াও তার হাতে ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ নামের দুটি ছবি। সুস্থ হয়ে এ দুটি ছবির শুটিংও শুরু করবেন এ নায়িকা।