অর্থনীতি ডেস্কঃ সপ্তাহের চতুর্থ দিন শেয়ারের মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে দেশের পুঁজিবাজারে।
বুধবার লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রামের শেয়ারবাজারের মূল্য সূচক কমার পাশাপাশি লেনদেনে থাকা বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দরও কমেছে।
বেলা ১২টা ৩৯মিনিট নাগাদ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ১১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার।
এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৩৫ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে প্রায় এক হাজার ৩৭৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক সাড়ে ৭ দশমিক ৯২ পয়েন্ট কমে ২ হাজার ১৪৭ পয়েন্টে নেমেছে।
এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩৭ পয়েন্টে।
সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।