সংবাদ শিরোনাম :
ডিএনসিসি মেয়র পদে লড়তে জাপা থেকে মনোনয়নপত্র কিনলেন শিল্পী শাফিন আহমেদ

ডিএনসিসি মেয়র পদে লড়তে জাপা থেকে মনোনয়নপত্র কিনলেন শিল্পী শাফিন আহমেদ

ডিএনসিসি মেয়র পদে লড়তে জাপা থেকে মনোনয়নপত্র কিনলেন শিল্পী শাফিন আহমেদ
ডিএনসিসি মেয়র পদে লড়তে জাপা থেকে মনোনয়নপত্র কিনলেন শিল্পী শাফিন আহমেদ

লোকালয় ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে অংশ নিতে জাতীয় পার্টি (জাপা) থেকে মনোনয়ন ফরম কিনেছেন ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ। সোমবার (২৮ জানুয়ারি) দলটির বনানীর কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।

জালালী জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির আগ্রহী প্রার্থীদের মধ্যে মেয়র পদে ২টি এবং কাউন্সিলর পদে ২৯টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এরমধ্যে সংরক্ষিত আসনে একজন নারী কাউন্সিলর প্রার্থী আছেন।

প্রসঙ্গত, রবিবার (২৭ জানুয়ারি) এবং সোমবার (২৮ জানুয়ারি) জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। আগামীকাল মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুর ২টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ এবং জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে।

জানা যায়, শাফিন আহমেদ ছাড়াও মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য  জাপা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরও একজন ব্যবসায়ী, তার নাম হাসিবুল ইসলাম জয়। জাতীয় পার্টি মহানগর উত্তরের দফতর সম্পাদক আনিসুর রহমান খোকন এসব মনোনয়ন ফরম বিতরণ করেন।

উল্লেখ্য, এর আগে উত্তরের মেয়র আনিসুল হকের মৃত্যুর পর উপনির্বাচনে অংশ নিতে নিজের প্রার্থিতা ঘোষণা করেছিলেন শাফিন আহমেদ। সেসময় ববি হাজ্জাজের দল এনডিএম এর পক্ষ থেকে তাকে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন করা হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com