লোকালয় ২৪

ডিআইজি প্রিজন বজলুর রশিদ গ্রেফতার

ডিআইজি প্রিজন বজলুর রশিদ গ্রেফতার

ঢাকা- অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কারা অধিদফতরের ডিআইজি প্রিজন (হেডকোয়ার্টার্স) বজলুর রশীদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধভাবে তিন কোটি আট লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

রোববার দুপুরে দুদক পরিচালক মো. ইউসুফের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে বলে জানা গেছে। এসময় উপ-পরিচালক মো. নাসির উদ্দিন ও সালাউদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।

এর আগে রোববার সকাল ১১টা থেকে বজলুর রশীদ ও তার স্ত্রী রাজ্জাকুন নাহারকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক। অবৈধভাবে উপার্জিত অর্থ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানোর অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেই তার অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি দুদকের নজরে আসে৷

বিসয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদুক সচিব মোহম্মদ দিলোয়ার বখত। তিনি বলেন, ‘বজলুর রশিদের বিরুদ্ধে ঘুষ লেনদেন, ক্ষমতার অপব্যবহার ও নিয়োগ বাণিজ্যের মতো বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে। আপাদত একটি মামলায় তাকে গ্রেফতার করা হলেও অনুসন্ধানের পর তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে আরও মামলা করা হবে।’

উল্লেখ্য, বজলুর রশীদের বিরুদ্ধে দুদকের ঢাকা সম্মিলিত জেলা কার্যালয়-১ এ একটি মামলা দায়ের করা হয়েছে।