অনলাইন ডেস্ক : গাড়িতে ‘পুলিশ’-এর সাইনবোর্ড নিয়ে পার পেতে চেয়েছিলেন নৌপুলিশের ডিপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হাবিব। কিন্তু, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হাতে তিনি আজ (২ আগস্ট) ধরা পড়লেন রাজধানীর ব্যস্ততম কারওয়ান বাজার এলাকায়।
নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামা বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ডিআইজি হাবিবের গাড়ি থামিয়ে গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। এমনকি, গাড়ির চালক তার ড্রাইভিং লাইসেন্সও দেখাতে পারেননি।
পুলিশের পোশাক পরিহিত দেহরক্ষী নিয়ে ডিআইজি হাবিব কোন রকমের বৈধ কাগজপত্র ছাড়া চলছেন দেখে বিস্মিত হন উপস্থিত সবাই।
ঘটনাস্থলেই নৌ পুলিশের সেই উচ্চপদস্থ কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “এটি সত্য যে গাড়িটির কোনো রেজিস্ট্রেশন পেপার নেই। এমনকি, চালকেরও কোনো ড্রাইভিং লাইসেন্স নেই।”
“এটি সরকারি গাড়ি এবং গাড়িটির বিষয়ে আমি কিছু জানি না,” যোগ করেন হাবিব।
Leave a Reply